ভ্যাট নিয়ে সম্মানজনক সমাধান হবে : অর্থমন্ত্রী

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট নিয়ে চলমান জটিলতা শিগগিরই দূর হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি আশা প্রকাশ করেন, তাঁরা অল্প সময়ের মধ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভ্যাট নিয়ে সৃষ্ট সমস্যার সম্মানজনক সমাধানে পৌঁছাতে পারবেন।
আজ রোববার বিকেলে সচিবালয়ে একটি বৈঠক শেষে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন। এ সময় অর্থমন্ত্রীর সঙ্গে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদও উপস্থিত ছিলেন।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আশা করেন আন্দোলনরত শিক্ষার্থীরা তাঁদের সঙ্গে কথা বলবেন। তিনি বলেন, ‘আই হোপ দে উইল টক টু আস। অ্যান্ড দেন উই শ্যাল সি হোয়াট ক্যান বি ডান। আমরা একটা স্টেপ নিয়েছে, উই হ্যাভ জাস্টিফাইড ইট। ইট ডাজ নট মিন উই হ্যাভ টোটালি রিজিড (অনড়)। আই ডোন্ট থিংক আই হ্যাভ বিন রিজিড ইন লাস্ট সিক্স ইয়ার্স।’
অর্থমন্ত্রীর এ বক্তব্যকে সমর্থন করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। শিগগির এর সমাধান হয়ে যাবে।’