‘দুর্নীতির কারণে নিম্ন আয়ের মানুষের বেশি ক্ষতি হয়’
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/09/14/photo-1442235342.jpg)
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘যারা দুর্নীতি করে তাদের আইনের আওতায় আনতে হবে। সরকারি দলের নেতাই হোক আর বিরোধী দলের নেতাই হোক, বা সরকারি কর্মকর্তাই হোক সবাই আইনের চোখে সমান। দুর্নীতির ফলে বর্তমানে নিম্ন আয়ের মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।’
আজ সোমবার দুপুরে ‘স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক মতবিনিময় সভায় মুখ্য আলোচক হিসেবে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এ কথা বলেন। নালিতাবাড়ীর তারাগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় ইফতেখারুজ্জামান বলেন, ‘দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার করেন কর্মকর্তা-কর্মচারীরা। যাঁরা দুর্নীতি করেন, তাঁরা যোগসাজসেই করে।’
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। টিআইবির নালিতাবাড়ী সভাপতি সরকার গোলাম ফারুকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মোল্লা। স্বাগত বক্তব্য রাখেন মতবিনিময় সভা আয়োজন উপকমিটির আহ্বায়ক জোবায়দা খাতুন। আলোচনায় স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।