সাতক্ষীরায় গণপিটুনিতে দুজন নিহত
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পারসেসমারি গ্রামে গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা সুন্দরবনের জলদস্যু নুরী বাহিনীর সদস্য বলে পুলিশ দাবি করেছে।
নিহত ব্যক্তিরা হলেন পারসেসমারি গ্রামের ইউনুস আলীর ছেলে হযরত আলী (৩০) ও একই গ্রামের ইয়াকুব গাজীর ছেলে ওবায়দুল্লাহ (৩৫)।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) এনামুল হক জানান, সুন্দরবনের জলদস্যু নুরী বাহিনীর দুই সদস্য হযরত ও ওবায়দুল্লাহ বহুদিন পর আজ রাতে বাড়িতে ঢোকেন। এ খবর জানাজানি হলে গ্রামবাসী তাঁদের ঘেরাও করে। দস্যুরা গুলি করে জনতাকে প্রতিরোধ করার চেষ্টা করেও ব্যর্থ হন। গ্রামবাসী তাঁদের পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান হযরত আলী ও ওবায়দুল্লাহ।
ওসি আরো জানান, হযরত আলী ও ওবায়দুল্লাহ সুন্দরবনে ডাকাতি করতেন। তাঁদের বিরুদ্ধে কয়েকটি দস্যুতা ও খুন-খারাবির অভিযোগ রয়েছে। ঘটনাস্থল থেকে একটি পাইপ গান ও ছয়টি গুলি জব্দ করা হয়েছে।
পুলিশ লাশ দুটি উদ্ধার করে থানায় এনেছে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।