চোর সন্দেহে গণপিটুনি, গাজীপুরে একজন নিহত
গাজীপুরের জয়দেবপুরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে মো. ইউসুফ (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
ইউসুফের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আজহারুল ইসলাম জানান, বুধবার দিবাগত রাতে কয়েক গরু চোর গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকার আরিফ হোসেনের গোয়ালঘরে হানা দেয়। তাঁরা গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার শুরু করে। ওই সময় এলাকাবাসী এগিয়ে যায়। পরে তারা ধাওয়া করে গরু চোর সন্দেহে ইউসুফকে (৪৫) আটক করে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই ইউসুফ নিহত হন।
আজহারুল ইসলাম আরো জানান, নিহতের ঠিকানা জানা যায়নি। তবে এ ব্যাপারে তদন্ত চলছে।