সাতক্ষীরায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় মোমেনা খাতুন (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন।এতে মোটরসাইকেলের চালক আহত হয়েছেন।উপজেলার প্রতাপনগর গ্রামে আজ বুধবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মোমেনা খাতুন ওই গ্রামের আবদুর রউফ খার স্ত্রী।তাঁর লাশ থানায় রয়েছে।এখনো ময়নাতদন্তের সিদ্ধান্ত হয়নি।আহত মোটরসাইকেলচালক আবু দাউদকে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা জানান, দুপুর ১টার দিকে আবু দাউদ মোটরসাইকেল নিয়ে প্রতাপনগরের দিকে যাচ্ছিলেন।এ সময় বিপরীত দিক থেকে আসা পথচারী বৃদ্ধা মোমেনা খাতুনকে ধাক্কা দিলে তিনি খাদে পড়ে ঘটনাস্থলেই মারা যান।