গাড়ি চুরির মামলায় খুলনার আ. লীগ নেতা কারাগারে
খুলনার খানজাহান আলী থানা আওয়ামী লীগের ৩৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সৈয়দ কিসমত আলীকে গাড়ি চুরির মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে কিসমতকে তিনদিনের রিমান্ড শেষে রমনা থানার পুলিশ হাজির করে মামলার তদন্ত পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁর আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন।
ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেন কিসমতের জামিন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিষয়টি সংশ্লিষ্ট আদালতের জেনারেল রেকর্ডিং অফিসার মাহবুবুর রহমান এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন।
গত ১১ সেপ্টেম্বর সৈয়দ কিসমত আলীকে তাঁর খানজাহান আলী থানার নিজ বাসভবন থেকে আটক করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাজধানীর রমনা থানায় গত ৫ সেপ্টেম্বর আবদুর রাজ্জাক নামের এক ব্যক্তি বাদী হয়ে একটি গাড়ি চুরির মামলা করেন। এই মামলায় সৈয়দ কিসমত আলীকে ৭ নম্বর আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।