শিবগঞ্জে গণপিটুনিতে যুবক নিহত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় গণপিটুনিতে গাজলু রহমান (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন।উপজেলার মনাকষা ইউনিয়নের টোকনা গ্রামে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে।
নিহত গাজলু শিবগঞ্জের শ্যামপুর ইউনিয়নের সাহাপাড়া গ্রামের আবু বক্করের ছেলে।তাঁর লাশ চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। গাজলুর কাছ থেকে একটি পিস্তল, আটটি গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ময়নুল ইসলাম।
স্থানীয় কয়েকজন জানিয়েছেন, সাহাপাড়ায় গাজলুর বাড়ির কাছে এক গৃহধূর বাবার বাড়ি। তাঁদের মধ্যে আগে থেকে চেনা-জানা ছিল।গাজলু প্রায়ই ওই নারীর স্বামীর বাড়িতে যেতেন।
ওই গৃহবধূর চাচাতো দেবর জানান,তাঁর ভাবির সঙ্গে গাজলুর সম্পর্ক ছিল।সে কারণেই তিনি প্রায়ই তাঁর কাছে যেতেন।এর আগেও তাঁরা পালিয়ে গিয়েছিলেন।গতকাল দিবাগত রাতে বাড়িতে ঢুকে গাজলু তাঁর চাচাতো ভাইয়ের মাথায় পিস্তল ঠেকিয়ে ভয়ভীতি দেখান। এ সময় তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে গাজলুকে ধরে ফেলে এবং গণপিটুনি দেয়।
ওসি জানান, গণপিটুনির খবর পেয়ে পুলিশ রাত ৩টার দিকে ঘটনাস্থল থেকে গাজলুকে আহত অবস্থায় উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সকাল সোয়া ৯টার দিকে তিনি মারা যান।
ওসি বলেন,‘পরকীয়ার জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে।তবে আমরা এ ঘটনার তদন্ত করছি।গাজলুর কাছ থেকে একটি পিস্তল, আটটি গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।’