বিদ্যুৎ-গ্যাসের মূল্যবৃদ্ধি : প্রতিবাদকারীদের বেধড়ক পেটাল পুলিশ
রংপুরের মিঠাপুকুর উপজেলায় বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদকারীদের বেধড়ক পিটিয়েছে পুলিশ। এ সময় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ জন আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করেছে।
আজ বুধবার দুপুরে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) আয়োজিত রাজপথে অবস্থান কর্মসূচি পালনের সময় এ ঘটনা ঘটে। পুলিশ রাবার বুলেট, কাঁদানে গ্যাসের শেল ও লাঠিপেটা করে প্রতিবাদকারীদের রাজপথ থেকে সরিয়ে দেয়। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
মিঠাপুকুর থানা পুলিশ বলছে, অবরোধকারীদের হটিয়ে মহাসড়কের পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ দুপুরে সিপিবি-বাসদের নেতা-কর্মীরা ঢাকা-রংপুর মহাসড়কে অবস্থান নেয়। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ তাঁদের সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশের সঙ্গে অবস্থানকারীদের বাগবিতণ্ডা ও ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে পুলিশ ব্যানার ছিনিয়ে নেয় এবং লাঠিপেটা করে নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।
আন্দোলনকারীরা এ সময় ছত্রভঙ্গ হয়ে আশপাশের বিভিন্ন রাস্তায় ও দোকানে আশ্রয় নেয়। পুলিশ সেখানে গিয়ে তাদের বেধড়ক লাঠিপেটা করে। এতে একজনের মাথা ফেটে যায়।
সিপিবি ও বাসদের নেতারা অভিযোগ করেন, বিনা উসকানিতে পুলিশ সিপিবি ও বাসদের নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছে। পুলিশের সঙ্গে স্থানীয় ছাত্রলীগ এবং যুবলীগ কর্মীরাও হামলা চালায় বলে অভিযোগ করেন তাঁরা।
এতে বামপন্থী দুটি দলের পাঁচ নারী কর্মীসহ অনন্ত ১৫ জন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে বাসদের জেলা সমন্বয়ক আবদুল কুদ্দুসসহ ছয়জনকে আটক করে পুলিশ। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান সিপিবি-বাসদের নেতারা।
ফরিদপুর থেকে সঞ্জিব দাস জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে সিপিবি জেলা কমিটির উদ্যোগে রাজপথে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। আজ বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর শহরের রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় সিপিবির নেতা-কর্মীরা অবস্থান কর্মসূচি পালন করে।
এ সময় বক্তব্য দেন সিপিবির সভাপতিমণ্ডলীর সদস্য রফিকুজ্জামান লায়েক, জেলা কমিটির সভাপতি কানাই গাঙ্গুলি, মান্নান ফকির, বেলায়েত হোসেন, অরুণ কুমার শীল প্রমুখ।
বক্তারা বলেন, সরকার সম্পূর্ণ যুক্তিহীন ও বেআইনিভাবে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়িয়েছে। গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির ফলে গাড়িভাড়া, জিনিসপত্রের দাম আরও বাড়বে। সেইসঙ্গে বাড়বে জনগণের দুর্ভোগ। তারা সরকারের প্রতি জনদুর্ভোগ কমাতে অবিলম্বে গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি জানান।
সাভার থেকে জাহিদুর রহমান জানান, দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ডে ধসে পড়া রানা প্লাজার সামনে অবস্থান কর্মসূচি পালন করেন সিপিবি-বাসদের নেতা-কর্মীরা। কর্মসূচিতে বক্তব্য দেন সিপিবি সাভার উপজেলা শাখার সাধারণ সম্পাদক আজম খান বাবু, বাসদ উপজেলা শাখার আহ্বায়ক সৌমিত্র কুমার দাস প্রমুখ।
সিরাজগঞ্জ থেকে অসীম মণ্ডল জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের কড্ডার মোড় এলাকায় সিপিবি ও বাসদের নেতা-কর্মীরা অবস্থান কর্মসূচি পালন করেন।
বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য দেন নব কুমার, ইসমাইল হোসেন, আশরাফ আলী, সবুজ খন্দকার, খয়ের আলী প্রমুখ।