বিএনপির পুনর্গঠন : প্রাধান্য পাবেন তরুণেরা!
মূল দল থেকে শুরু করে সহযোগী বেশির ভাগ সংগঠনের মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়েই বর্তমানে চলছে বিএনপির সাংগঠনিক কার্যক্রম। তাই আবারও-আন্দোলনের মাঠে নামার আগে শুরু হয়েছে সংগঠনকে ঢেলে সাজানোর কাজ।
দল পুনর্গঠনের তাগিদ অনুভব করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নিজেও। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘দলের সাথে বেঈমানি করেনি, করবে না, তাদেরই এবার বিভিন্ন জায়গায় সম্মানিত করতে চাই।’
বিএনপির নির্বাহী কমিটির সদস্য শামা ওবায়েদ মনে করেন, পরিবর্তনশীল এই যুগকে মাথায় রেখে বিএনপিকে পুনর্গঠন করতে হবে।
এই পুনর্গঠনে মেধা, মননসম্পন্ন ও দেশের ব্যাপারে যেকোনো ত্যাগে উজ্জীবিত, সাহসী তরুণ নেতৃত্বকে সামনে এগিয়ে নেওয়া উচিত বলে জানিয়েছেন বিএনপির সহযোগী সংগঠন যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল আশা প্রকাশ করেন, আগামীতে বিএনপির কমিটি গঠনের প্রতিটি ক্ষেত্রেই অপেক্ষাকৃত তরুণ, মেধাবী, যোগ্যতাসম্পন্ন নেতৃত্বরা প্রাধান্য পাবে, যা দলের কর্মকাণ্ডে আরো গতিশীলতা আনবে। সেই সঙ্গে প্রবীণরাও সম্মান নিয়ে থাকবেন।
বিস্তারিত দেখুন মাকসুদুল হাসানের ভিডিও প্রতিবেদনে :