ইসলামি ঐক্যজোটের দুই নেতার দুর্নীতির মামলা চলবে
অবৈধ সম্পদ অর্জনের মামলায় ইসলামী ঐক্যজোটের একাংশের নেতা মুফতি শহিদুল ইসলাম ও চাঁপাইনবাবগঞ্জের প্রাক্তন সংসদ সদস্য হারুন-অর রশিদকে হাইকোর্টের দেওয়া খালাসের রায় বাতিল করে দিয়েছেন আপিল বিভাগ।
দুদকের করা আপিলের শুনানি শেষে আজ বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যর বেঞ্চ এ আদেশ দেন।
এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী অ্যাডভোকেট খরশীদ আলম খান এনটিভি অনলাইনকে বলেন, এর ফলে এই দুজনের বিরুদ্ধে নিম্ন আদালতে দুর্নীতির মামলা চলতে আরো কোনো বাধা থাকল না।
আদালতে দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।
প্রধান বিচারপতির সঙ্গে আপিল বেঞ্চে আরো ছিলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০৭ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মুফতি শহিদুল ইসলাম ও হারুন-অর রশিদকেকে ১০ বছর সাজা দেন নিম্ন আদালত। এই সাজার রায়ের বিরুদ্ধে দুই নেতা হাইকোর্টে আপিল করেন। হাইকোর্ট সাজা বাতিল করে তাঁদের খালাস দেন।
এ খালাসের রায়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) আপিল করে। শুনানি শেষে আজ হাইকোর্টের রায় বাতিল করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এ আদেশ দেন।