‘বিচারপতি শামসুদ্দিন প্রধান বিচারপতির ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে চেয়েছিলেন’
প্রধান বিচারপতির অভিশংসন চেয়ে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী রাষ্ট্রপতির কাছে যে চিঠি পাঠিয়েছিলেন, তার মধ্য দিয়ে মূলত তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে চেয়েছিলেন বলে মন্তব্য করেছে বিএনপি। দলটি মনে করে, আপিল বিভাগের কোনো বিচারপতির এমন চিঠি দেশের বিচার ব্যবস্থায় বড় ধরনের আঘাত, যা বিচারপ্রার্থীদের শঙ্কায় ফেলে দিয়েছে।
urgentPhoto
আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ সব মন্তব্য করেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন।
বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী সংবিধান লঙ্ঘন, শপথভঙ্গ ও অসদাচরণের অভিযোগ এনে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার অভিশংসনের জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন করেছিলেন বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়। যদিও বঙ্গভবন জানায়, এ ধরনের কোনো আবেদন তারা পাননি।
বিএনপির মুখপাত্র বিষয়টির অবতারণা করে সংবাদ সম্মেলনে বলেন, ‘প্রধান বিচারপতিকে অভিশংসন করা তাঁর (বিচারপতি শামসুদ্দিন) লক্ষ্য ছিল না। তাঁর লক্ষ্য ছিল প্রধান বিচারপতিকে মেলাইন করা। তাঁর (প্রধান বিচারপতি) ভাবমূর্তি ক্ষুণ্ণ করা। তাঁর সম্পর্কে অভিযোগের কালিমা লেপন করে বিচার প্রার্থীদের মধ্যে একটি শঙ্কা জাগিয়ে তোলা।’
আসাদুজ্জামান রিপন আরো বলেন, ‘প্রধান বিচারপতি সম্পর্কে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী যে মন্তব্যগুলো করেছেন তা অত্যন্ত কুরুচিপূর্ণ।’