শিশু পাচারকারী সন্দেহে আটক চারজন কারাগারে
রাজধানী রামপুরার বনশ্রী থেকে শিশু পাচারকারী সন্দেহে গ্রেপ্তারকৃত চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) জিয়ারত হোসেন আসামি চারজনকে দুই দিনের রিমান্ড শেষে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন জানান। অপরদিকে তাঁদের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন।
আবেদনের ওপর শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম জাকির হোসেন টিপু তাঁদের জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে গত ১৩ সেপ্টেম্বর একই বিচারক তাঁদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
কারাগারে নেওয়া আসামিরা হলেন আরিফুর রহমান, হাসিবুল ইসলাম সবুজ, জাকিয়া সুলতানা ও ফিরোজ আলম শুভ।
গত শনিবার দুপুরে রাজধানীর বনশ্রী এলাকার একটি আবাসিক ভবন থেকে শিশু পাচারকারী সন্দেহে ওই চারজনকে আটক করে পুলিশ। এ সময় ওই ভবন থেকে ১০ জন শিশুকেও উদ্ধার করা হয়। এ ঘটনায় রামপুরা থানায় আটক চারজনের বিরুদ্ধে মানবপাচারের অভিযোগে মামলা হয়েছে।