জামায়াতের বিচারে প্রস্তাব শিগগিরই মন্ত্রিসভায়
মুক্তিযুদ্ধের সময় ভূমিকার জন্য রাজনৈতিক দল হিসেবে জামায়াতের বিচার করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি জানান, প্রস্তাবটি শিগগিরই মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।
আনিসুল হক বলেন, ‘সংগঠন হিসেবে জামায়াতের বিচারের জন্য উচ্চ আদালতের নির্দেশনা রয়েছে। সেই নির্দেশ বাস্তবায়নে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন (সংশোধন) মন্ত্রিসভায় বৈঠকে উপস্থাপনের জন্য পাঠিয়েছি।’
মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা গোলাম আযমের রায় ঘোষণার সময় জামায়াতকে অপরাধী হিসেবে উল্লেখ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনালের সংখ্যা কমে যাওয়ার ব্যাপারে আইনমন্ত্রী বলেন, ‘মামলার সংখ্যা বিবেচনায় একটি ট্রাইব্যুনাল হলেই চলে। এ মুহূর্তে ছয়টি বিচারাধীন ও ছয়টি তদন্ত চলছে।’
মানবতাবিরোধী অপরাধের বিচার থেকে সরকার সরে আসছে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘মোটেই না। প্রয়োজন হলে আরো দু-তিনটি ট্রাইব্যুনাল হবে।’
এ মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে মানবতাবিরোধী অপরাধে ব্যক্তিবিশেষের বিচার করা গেলেও সংগঠনকে বিচারের মুখোমুখি করার সুযোগ নেই।