Beta

সমাজকল্যাণমন্ত্রীর কুলখানি অনুষ্ঠিত

১৮ সেপ্টেম্বর ২০১৫, ১৮:০৮

ছবি : এনটিভি

প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলীর কুলখানি মৌলভীবাজারের শ্রীমঙ্গল সড়কের বাড়িতে আজ শুক্রবার বাদ জুমা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে হজরত সৈয়দ শাহ মোস্তফা (রহ.)-এর মাজার শরিফে মসজিদে বাদ জুমা তাঁর রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল হয়। একই সময় নিজ বাড়িতে ফাতেয়া পাঠ ও কোরআন তিলাওয়াত শেষে দোয়া অনুষ্ঠিত ও শিরনি বিতরণ করা হয়।

কুলখানিতে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও মরহুমের আত্মীয়স্বজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

গত ১৪ সেপ্টেম্বর সকাল ৯টা ৫৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ মহসিন আলী মারা যান। 

Advertisement