নওগাঁয় আবৃত্তি পরিষদের ২৮ বছর পূর্তিতে শোভাযাত্রা
‘স্বপ্নের বীজ আকাশে ওড়ে, নরপিশাচের ঘাড়ে চড়ে’ স্লোগানে আবৃত্তি পরিষদ নওগাঁর ২৮ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় নওগাঁ শহরের মুক্তি কমিউনিটি সেন্টারে প্রধান অতিথি হিসেবে শোভাযাত্রার নেতৃত্ব দেন পুলিশ সুপার মো. মোজাম্মেল হক। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মুক্তি কমিউনিটি সেন্টারে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন আবৃত্তি পরিষদের সভাপতি ময়নুল হক দুলদুল, সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান, অধ্যাপক আতাউল হক সিদ্দিকী, পরিষদের সাধারণ সম্পাদক কংকন মজুমদার প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে নৃত্যানুষ্ঠান, জাতীয় পতাকা উত্তোলন, ফেস্টুন ওড়ানো হয়। সন্ধ্যায় মুক্তি কমিউনিটি সেন্টারে হয় নাটক ‘হীরক রাজার দেশে’।