নাটোরে ‘বন্দুকযুদ্ধে’ ‘মাদক ব্যবসায়ী’ নিহত
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সিরাজুল ইসলাম নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি মাদক ব্যবসায়ী ছিলেন বলে দাবি করেছে র্যাব।
সংবাদমাধ্যমে পাঠানো র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদক বিক্রির গোপন খবর পেয়ে র্যাবের টহল দল গতকাল রোববার রাত দেড়টার দিকে বড়াইগ্রামের কাটাশকোল ইক্ষু সেন্টার এলাকায় যায়। সেখানে কিছু লোকের আনাগোনা দেখতে পায়। র্যাব সদস্যরা নিজেদের পরিচয় দিয়ে তাদের আত্মসমর্পণের নির্দেশ দেন। কিন্তু তারা এলোপাতাড়ি গুলি করে পালানোর চেষ্টা করে। র্যাবও পাল্টা গুলি চালায়। কিছুক্ষণ গোলাগুলির পর সিরাজুলকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে র্যাব। বাকিরা পালিয়ে যায়। গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
র্যাবের ভাষ্যমতে, নিহত সিরাজুল ইসলামের বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।