টনপ্রতি ৫৮০ টাকা গ্রহণযোগ্য নয় : বিএনপি
ভারতের পণ্য পরিবহনের ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রস্তাবমতো ট্রানজিট মাশুল বা ফি নির্ধারণের দাবি জানিয়েছে বিএনপি। আজ শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ থেকে বলা হয়, এনবিআর টনপ্রতি ট্রানজিট ফি এক হাজার টাকা প্রস্তাব করলেও সরকার তা কমিয়ে ৫৮০ টানা নির্ধারণ করেছে।
urgentPhoto
সরকারের নৈতিক ভিত্তি না থাকায় দেশের স্বার্থ বিসর্জন দিয়ে ট্রানজিট ফি কমিয়েছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন।
ট্রানজিট সুবিধা পাওয়ায় পণ্য পরিবহনে ভারতের যে ব্যয় কমছে সেখান থেকেও লাভের একটা অংশ বাংলাদেশকে দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির মুখপাত্র।
আসাদুজ্জামান রিপন বলেন, ‘প্রতি টনে এক হাজার টাকা নির্ধারণ করেছে এনবিআর। সেই প্রস্তাব অগ্রাহ্য করে শেষমেশ প্রতি টনে মাত্র ৫৮০ টাকায় নামিয়ে আনা হয়েছে। এই কমিয়ে দেওয়ার বিষয়টি আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। আমরা মনে করি, বিষয়টি পুনর্বিবেচনা করতে হবে।’
‘আমাদের ভূমির ওপর দিয়ে ভারতের মালামাল পরিবহন করা হচ্ছে, এটার জন্য শুধু আমরা ফি বা মাশুল চাচ্ছি না। আমরা চাচ্ছি, ভারত অনেক দূরত্বে মালামাল পরিবহনের ক্ষেত্রে দূরত্ব হ্রাসের ক্ষেত্রে তার যে লাভ হচ্ছে সেই লাভের একটি অংশ বাংলাদেশকে দিতে হবে।’
ট্রানজিটের বিনিময়ে আর্থিকভাবে বাংলাদেশ লাভবান না হলে অবকাঠামো নির্মাণ বাবদ ভারতের এক বিলিয়ন ডলারের ঋণ ভবিষ্যতে বোঝা হয়ে দাঁড়াবে বলেও মন্তব্য করেন বিএনপির ও নেতা।