নবজাতক চুরি করে পুকুরে ফেলে হত্যা!
শোবার ঘর থেকে চুরি হয়ে যায় ১০ দিনের নবজাতক। গত মঙ্গলবার রাত থেকে পাওয়া যাচ্ছিল না ওই নবজাতককে। আজ বুধবার বাড়ির পাশের পুকুরেই মেলে নবজাতকটির লাশ।
মাগুরা সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। নবজাতকটি ছিল কন্যাশিশু। নবজাতকের বাবার নাম ফারুক হোসেন, মায়ের নাম নার্গিস পারভীন।
গতকাল মঙ্গলবার রাতে হারিয়ে যাওয়ার পর মাগুরা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ফারুক ও নার্গিস। খোঁজাখুঁজির পর আজ বুধবার দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে নবজাতকের লাশ পাওয়া যায়।
কে বা কারা এ নৃশংস ঘটনা ঘটিয়েছে সেটির বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি নিহতের মা-বাবা। তবে তাঁদের ধারণা প্রতিহিংসাপরায়ণ হয়ে কেউ নবজাতক চুরি করে পুকুরে ফেলে হত্যা করেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে। প্রকৃত দোষীকে খুঁজে বের করে বিচারের মুখোমুখি করা হবে।