নাটোরে ‘জেএমবির’ ৫ সদস্য আটক
নাটোরের বড়াইগ্রাম উপজেলা থেকে পাঁচজনকে আটক করেছেন র্যাব-৫-এর সদস্যরা। আটক ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য বলে তারা দাবি করেছে।
র্যাব-৫-এর নাটোর ক্যাম্পের কমান্ডার আজমল হোসেন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর র্যাব ক্যাম্পের সদস্যরা গতকাল মধ্যরাতে বড়াইগ্রাম উপজেলার ভবানীপুর গ্রামে অভিযান চালান। এ সময় সেখানকার একটি পরিত্যক্ত লাইব্রেরিতে গোপন বৈঠক করা অবস্থায় জেএমবির আঞ্চলিক কমান্ডার জোবায়ের হোসেন, সদস্য মোস্তাফিজুর রহমান ও আলাউদ্দিনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে একই উপজেলার দোগাছি ও বর্নি এলাকা থেকে আটক করা হয় জেএমবি সদস্য আশরাফুল ইসলাম ও জাকারিয়াকে।
আজমল হোসেন জানান, আটকদের কাছ থেকে বেশ কিছু ধর্মীয় বই ও উগ্রবাদী বক্তব্যসংবলিত লিফলেট উদ্ধার করা হয়েছে।