পটুয়াখালীতে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত
পটুয়াখালী সদর উপজেলার পশ্চিম আউলিয়াপুরে দুর্বৃত্তের গুলিতে শাহজাহান হাওলাদার (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
তবে স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, ডাকাতদের গুলিতে শাহজাহান হাওলাদার নিহত হন। তাঁদের দাবি, রাতে পশ্চিম আউলিয়াপুরে মান্নান মাস্টারের বাড়িতে হানা দেয় ১০-১২ ডাকাতের একটি সংঘবদ্ধ দল। তারা বাড়ির কলাপসিবল গেটের তালা ও দুটি দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে।
ওই সময় স্থানীয় লোকজন ডাকাতের উপস্থিতি টের পেয়ে মান্নান মাস্টার ও পুলিশকে বিষয়টি ফোনে জানান। তাঁদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে গেলে ডাকাতরা পালানোর পথ না পেয়ে একটি ফাঁকা গুলি ছোড়ে।
পরে প্রতিবেশী শাহজাহান হাওলাদার রাস্তায় ডাকাতদের সামনে পড়ে গেলে তাঁকে গুলি করে তারা। গুলি ঘাড়ে লেগে ঘটনাস্থলেই নিহত হন শাহজাহান।
এ বিষয়ে জানতে চাইলে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, শাহজাহান হাওলাদারের লাশ পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
গত তিন মাসে পাঁচবার ডাকাতির ঘটনা ঘটেছে পটুয়াখালী সদরের আউলিয়াপুর ও বোতলবুনিয়া গ্রামে। এসব ঘটনা রোধে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় লোকজন।