১৪ দলের গায়েবানা জানাজায় মাগফিরাত কামনা
পেট্রলবোমায় নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করে গায়েবানা জানাজা করেছে ১৪ দল। আজ শুক্রবার জুমার নামাজের পর রাজধানীতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা বাসস জানিয়েছে, জানাজা শেষে পেট্রলবোমা হামলার ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত, অগ্নিদগ্ধদের আশু রোগমুক্তি কামনায় দোয়া করা হয়। এ ছাড়া ১৪ দলের উদ্যোগে রাজধানীর প্রতিটি মন্দির, গির্জা ও প্যাগোডাতে বিশেষ প্রার্থনা করা হয়েছে।
জানাজায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম, ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদের সভাপতি হাসানুল হক ইনু, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম কামাল হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।