রান্নাঘরে সাপের দংশন, গৃহবধূর মৃত্যু
নীলফামারীর ডোমার উপজেলায় রান্নাঘরে বিষধর সাপের দংশনে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার রাতে উপজেলার উত্তর গোমনাতী তিস্তারপাড় গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম শাবানা বেগম (৩৮)। তিনি গ্রামের আসাদুজ্জামানের স্ত্রী। তাঁদের তিন সন্তান রয়েছে।
এলাকাবাসী জানায়, রোববার রাতে রান্না করতে রান্নাঘরে আয়োজন করতে থাকেন শাবানা। এরই একপর্যায়ে রান্নাঘরে সংরক্ষিত ধানের তুষের বস্তা থেকে তুষ বের করতে গেলে একটি গোখরা সাপ তাঁকে দংশন করে। পরিবারের সদস্যরা সঙ্গে সঙ্গে তাঁকে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পথে ভোর রাতে মেডিকেল কলেজের কাছে তাঁর মৃত্যু হয়।
গোমনাতী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইউনুছ আলী সরকার সাপের দংশনে গৃহবধূ শাবানার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।