দল পুনর্গঠনে আরো গতি আনা হবে
দল পুনর্গঠন প্রক্রিয়ায় আরো গতি আনা হবে বলে জানালেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ দুই মাস পর গতকাল সোমবার রাতে দেশে ফিরে তিনি এ কথা বলেন। এ সময় তিনি সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্রে চিকিৎসা নেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, ‘দেশ সংকটকাল অতিক্রম করছে। আর এ থেকে উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধ হয়েই কাজ করতে হবে।’
মির্জা ফখরুল বলেন, তিনি রাজনীতির সঙ্গে ছিলেন এবং রাজনীতির সঙ্গেই আছেন। আগের চেয়ে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলেও জানান এই বিএনপি নেতা।
মির্জা ফখরুল টানা ছয় মাসের বেশি সময় কারাভোগের পর গত ১৪ জুলাই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেল থেকে মুক্তি পান। মুক্তির পর কয়েক দিন তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এর পর ২৭ জুলাই চিকিৎসার জন্য দেশের বাইরে যান মির্জা ফখরুল।