কুমিল্লায় স্ত্রীর গলাকাটা ও স্বামীর ঝুলন্ত লাশ উদ্ধার
কুমিল্লার লাকসামে স্ত্রীর গলাকাটা এবং স্বামীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার কান্দিরপাড় ইউনিয়ন পরিষদের সালেপুর গ্রাম থেকে এ লাশ দুটি উদ্ধার করা হয়।
নিহত ওই দম্পতি হলেন- সালেপুর গ্রামের বাসিন্দা সফিউল্লাহ (৪০) ও তাঁর স্ত্রী রাবেয়া খাতুন (২৮)। নিহত দম্পতির দুই মেয়ে এক ছেলে রয়েছে। বার্তা সংস্থা ইউএনবি এ তথ্য জানায়।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আরিফুল ইসলাম জানান, নিহত দম্পতির মধ্যে দীর্ঘদিন পারিবারিক অশান্তি ও দ্বন্দ্ব চলে আসছিল। ধারণা করা হচ্ছে, গভীর রাতে স্ত্রীকে গলা কেটে হত্যার পর স্বামী নিজেও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোজ কুমার দে জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দম্পতির লাশ উদ্ধার করেছে। বাসার ভেতরে বন্ধ রুম থেকে উদ্ধরের সময় স্ত্রীর গলাকাটা এবং স্বামীর ঝুলন্ত লাশ পাওয়া গেছে।
ওসি মনোজ কুমার বলেন, ‘পুলিশের তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’