চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই
নাটোর সদর উপজেলায় চালককে হত্যা করে ইজিবাইক (বিদ্যুৎ চালিত অটোরিকশা) ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। আজ রোববার সকালে উপজেলার বারঘড়িয়া এলাকার একটি ধানক্ষেত থেকে ইজিবাইকের চালক ইউসুফ আলীর (২২) হাত বাঁধা লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নাটোর শহরের দক্ষিণ বড়গাছা এলাকার আবদুল খালেকের ছেলে ইউসুফ আলী গতকাল শনিবার সন্ধ্যায় তাঁর ইজিবাইকে যাত্রী নিয়ে নাটোর শহর থেকে নলডাঙ্গা যাওয়ার সময় নিখোঁজ হন।
নাটোর থানার পরিদর্শক (তদন্ত) ফরিদ উদ্দিন জানান, সকালে সদর উপজেলার বারঘড়িয়া এলাকার একটি ধানক্ষেতে ইউসুফের হাত বাঁধা লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশ এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হত্যাকারী বা ইজিবাইকের ব্যাপারে কোনো কিছু জানাতে পারেনি।