নীলফামারীতে তিনদিন ধরে আট হাজার মানুষ পানিবন্দি
গত ২৪ ঘণ্টায় ভারি বর্ষণ আর উজানের ঢলে নীলফামারীতে তিস্তা নদীর পানি বিপৎসীমার আট সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকাল সোমবার রাত থেকে তিস্তায় বিপৎসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
এদিকে নদীর পানি বাড়ার সঙ্গে সঙ্গে নদীর তীরবর্তী নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার ১২টি ইউনিয়নের অন্তত ২৫টি গ্রাম প্লাবিত হয়েছে। এসব গ্রামের আড়াই হাজার পরিবারের অন্তত আট হাজার মানুষ তিনদিন ধরে পানিবন্দি অবস্থায় চরম দুর্ভোগে আছে।
স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, বন্যাকবলিত এলাকায় খাদ্য ও নিরাপদ পানির অভাব দেখা দিয়েছে। ঈদের আগে হঠাৎ করে পানি বেড়ে যাওয়ায় তিস্তা অববাহিকার এসব পরিবার চরম ভোগান্তিতে পড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে বন্যা কবলিত ছোটখাতা, পশ্চিম বাইশপুকুর, পূর্ব বাইশপুকুর, কিসামত ছাতনাই, পূর্বছাতনাই ঝাড়শিঙ্গের চর, বাঘেরচর, টাবুরচর, ভেন্ডাবাড়ী, ছাতুনামা, হলদিবাড়ী, একতারচর, ভাসানীরচর, কিসামতেরচর ও ছাতুনামাচর গ্রাম।
এ ব্যাপারে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান জানান, ভারি বর্ষণ ও উজানের ঢলের কারণে তিস্তার পানি বিপৎসীমার আট সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং পানির চাপ নিয়ন্ত্রণে তিস্তা ব্যারাজের সবকটি গেট খুলে দেওয়া হয়েছে।