১০ ভাগ যানজট কমানো যায়নি : সেতুমন্ত্রী
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলছেন, মহাসড়কে যানজট ৯০ ভাগ কমানো গেছে। তবে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও জনপ্রতিনিধিরা মহাসড়কের পাশে পশুর হাট বসানোয় ১০ ভাগ যানজট কমানো সম্ভব হয়নি।
আজ বুধবার বিকেলে নারায়ণগঞ্জের সাইনবোর্ডে মহাসড়কের যানজট পরিস্থিতি দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন সেতুমন্ত্রী। এ সময় রাজনৈতিক দলের নেতা ও জনপ্রতিনিধিদের উদ্দশে তিনি বলেন, ‘আমরা যদি আইন না মানি, তবে সাধারণ মানুষ আইনের প্রতি শ্রদ্ধা দেখাবে কেমন করে?’
ওবায়দুল কাদের বলেন, মহাসড়করে গুরুত্বর্পূণ পয়েন্টে আবদুল্লাহপুর, শনির আখড়াসহ কয়েকটি জায়গায় কোরবানির পশুর হাট বসানো হয়েছে। এই জায়গাগুলোতে কিছুটা যানজট হচ্ছ। তিনি বলেন, অবিরাম বৃষ্টির মধ্যেও প্রতিকূলতা মোকাবিলা করে মানুষের স্বস্তি নিশ্চিত করার চেষ্টা চলছে।
দেশে আবারও ১/১১-এর মতো পরিস্থিত সৃষ্টি হতে পারে—বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের এমন বক্তব্যের বিষয়ে জানতে চাওয়া হলে সেতুমন্ত্রী জবাবে বলেন, তাঁর (সেলিম) কাছে কোনো তথ্য-প্রমাণ থাকলে সরকারকে দেওয়া হোক।