শরীয়তপুরের ২০ গ্রামে কাল ঈদ
সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে মিল রেখে আগামীকাল বৃহস্পতিবার ঈদ উদযাপন করবে শরীয়তপুরের ২০টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ।
এরই মধ্যেই জেলার নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরিফের ভক্ত-মুরিদরা ঈদ উদযাপনের প্রস্তুতি নিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে সুরেশ্বর দরবার শরীফের গদ্দিনশীন পীর কামাল নূরী জানান, দরবার শরিফের পীর জানশরিফ মাওলানার অনুসারীরা প্রায় ৫০ বছর ধরে বিদেশের সঙ্গে তাল মিলিয়ে উদ উদযাপন করছেন। জানশরিফ মাওলানার মৃত্যুর পর তাঁর ভক্ত-মুরিদরা এই নিয়ম মেনেই ঈদ উদযাপন করছেন।
কামাল নূরী আরো জানান, কাল সকাল ৯টার দিকে দরবার শরিফের মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে। সাড়ে ৯টার দিকে দরবার শরিফের ময়দানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে।