আমি নিজেই ৮-১০ ঘণ্টা যানজটের কবলে : ওবায়দুল কাদের
সাভার ও আশুলিয়ায় তীব্র যানজটে দুর্ভোগের শিকার আটকেপড়া যাত্রীদের কাছে ক্ষমা ও দুঃখ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সে সঙ্গে উদ্ভূত পরিস্থিতিতে নিজের অসহায়ত্বও প্রকাশ করেছেন তিনি।
আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় যানজট পরিদর্শনে গিয়ে এ মন্তব্য করেন সড়ক পরিবহনমন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, ‘কেবল চার লেন কেন, হাজার লেন করেও পরিস্থিতির কোনো উন্নতি করা যাবে না, যতক্ষণ পর্যন্ত মানুষ নৈতিকভাবে শুদ্ধ না হবে।’
এ সময় সড়কের পাশে গরুর হাট বসানোর নেপথ্যে জনপ্রতিনিধিদের নৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলে ওবায়দুল কাদের বলেন, ‘তাদের আর্থিক সুবিধার কারণেই জনগণ আজ দুর্বিষহ যানজটের কবলে পড়েছে। জনপ্রতিনিধিরাই যদি জনগণের দুঃখ-দুর্দশা না বোঝেন, তাহলে বুঝবে কে?’
সে সঙ্গে সড়কে কাভার্ডভ্যান ও পণ্যবাহী যান চলাচল না করার ব্যাপারে সড়ক পরিবহন নেতাদের প্রতিশ্রুতি ভঙ্গের সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘আমি নিজেই যেখানে ৮-১০ ঘণ্টা ধরে যানজটের কবলে আটকে আছি, সেখানে সাধারণ মানুষের দুর্ভোগ কতটা তা আর বলার অপেক্ষা রাখে না।’
পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন ঢাকার পুলিশ সুপার হাবিবুর রহমান, সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আফতাব হোসেন খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।