রাজধানীতে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৬
রাজধানীর কাফরুল থানার পূর্ব সেনপাড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে বাবা-ছেলের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল শনিবার দিবাগত রাত ১টা দিকে এ ঘটনা ঘটে। রাত ৩টার দিকে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
দেলোয়ার হোসেনের (৬০) শরীর ৪০ শতাংশ, স্ত্রী সালেহার (৫০) ২২ শতাংশ, মেয়ে আমেনার (২৪) ২০ শতাংশ, ছেলে জাহিদের (১৪) ৪০ শতাংশ, ফাতেমার (১০) ২০ শতাংশ, শিশু আরমানের (১) ১৬ শতাংশ পুড়ে গেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল জানান, দেলোয়ার ও জাহিদের অবস্থা আশঙ্কাজনক। অন্যরাও আশঙ্কামুক্ত নয় বলে জানান তিনি।
স্থানীয়দের বরাত দিয়ে ঢাকা মেডিকেলের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক জানান, মিরপুর ১৪ নম্বর পুলিশ কোয়ার্টারের সামনে ওয়াহেদ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। তবে কী কারণে সিলিন্ডারটি বিস্ফোরিত হয়, তা তিনি জানাতে পারেননি।