অস্ট্রেলিয়া মত পাল্টাবে, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর
বাংলাদেশের নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়া যে প্রশ্ন তুলেছে, তা অমূলক ও ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘বাংলাদেশের নিরাপত্তাব্যবস্থা অনেক ভালো। আশা করি, অস্ট্রেলিয়া তাদের মত পাল্টাবে।’
আজ রোববার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। পাকিস্তানের গোয়েন্দা সংস্থার দেওয়া প্রতিবেদন সঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান আসাদুজ্জামান খান কামাল। মন্ত্রী বলেন, ঈদের সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল। দেশের মানুষ শান্তিতে ঈদ উদযাপন করেছেন।
এ সময় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে পাকিস্তানে পাঠালে তাঁরা নিরাপত্তা ঝুঁকিতে পড়বেন কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের গোয়েন্দা সংস্থা সিগন্যাল দেওয়ার পরই নারী ক্রিকেট দলকে পাকিস্তানে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
গত শুক্রবার অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য-সংক্রান্ত বিভাগ (ডিফ্যাট) বাংলাদেশ সম্পর্কে জানায়, এখানে (বাংলাদেশে) অস্ট্রেলিয়ানদের জন্য ঝুঁকি আছে। এ বিষয়ে ডিফ্যাটের কাছে ‘নির্ভরযোগ্য সূত্রের তথ্য’ আছে বলে জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড। তাই ‘সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি’র কারণ দেখিয়ে নির্ধারিত সময়সূচি অনুযায়ী অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশ সফরে না আসার ঘোষণা দেয়।