মন্ত্রিসভা কমিটির ওপর আস্থা রাখতে বললেন শিক্ষামন্ত্রী
বেতন বৈষম্য দূরীকরণে গঠিত মন্ত্রিসভা কমিটির ওপর আস্থা রাখতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আজ রোববার সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি এ আহ্বান জানান।
গত ১৬ সেপ্টেম্বর ‘বেতন বৈষম্য দূরীকরণ-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ গঠন করে সরকার। এ কমিটির প্রধান করা হয় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে। এর অন্য সদস্যরা হলেন—শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, আইনমন্ত্রী আনিসুল হক এবং অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আমার বিশ্বাস, এ কমিটি উদ্ভূত সমস্যার সমাধান করবে। আলাপ-আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান হবে।’
গত ৭ সেপ্টেম্বর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন জাতীয় বেতন স্কেলের প্রস্তাবে অনুমোদন দেয় মন্ত্রিসভা। সর্বোচ্চ ৭৮ হাজার ও সর্বনিম্ন আট হাজার ২৫০ টাকা বেতন নির্ধারণ করা হয়।
এর পর থেকে পর্যায়ক্রমে দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বেতন বৈষম্যের অভিযোগ এনে তাঁদের জন্য পৃথক বেতন কাঠামোর দাবি জানিয়ে আন্দোলন করছেন।