মাছির চেয়েও সহজ মৃত্যু হচ্ছে মানুষের : মাহবুবুর রহমান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান বলেছেন, দেশ এখন গণতন্ত্র শূন্য। এখানে মাছির চেয়েও মানুষের সহজ মৃত্যু হচ্ছে।
জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জিসাস) ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ রোববার সকালে রাজধানীতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মাহবুবুর রহমান। এ সময় জিসাসের সভাপতি আবুল হাসেম রানাসহ সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
urgentPhoto
মাহবুবুর রহমান বলেন, ‘আজকে যেটা আমরা দেখছি, বাংলাদেশে গণতন্ত্র, গণতন্ত্রের শূন্যতা, চরম অশান্তি, মানুষের চরম নির্যাতন, শোষণ-বঞ্চনা। যেখানে মাছির চেয়েও সহজ মৃত্যু হচ্ছে মানুষের। বাংলাদেশে গণতন্ত্রের পুনরুদ্ধার করতে হবে। এটার কোনো বিকল্প নেই।’
মাহবুবুর রহমান আরো বলেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়েই বিরোধী দলের নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। এ ছাড়া অবিলম্বে গ্যাস ও বিদ্যুতের দাম কমানোরও আহ্বান জানান তিনি।