পদ্মায় স্পিডবোট ডুবি, কারারক্ষীসহ ৩ মরদেহ উদ্ধার
মাদারীপুরের কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌপথে ফেরির ধাক্কায় স্পিডবোট ডুবির ঘটনায় শিশুসহ নিখোঁজ তিন যাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বেলা ১১টার দিকে নৌপুলিশ ও শিবচর থানা পুলিশ পদ্মা নদীর বিভিন্ন স্থান থেকে ওই তিনজনের মরদেহ উদ্ধার করে।
নিহত তিনজন হলেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার প্রশনপুর গ্রামের আবদুর রহমান উকিলের ছেলে মিরাজুল ইসলাম রাজু (২৫), তাঁর স্ত্রী সাদিয়া আক্তার লিমা (১৮) ও পটুয়াখালীর বাউফল উপজেলার আমিরাবাদ গ্রামের রুবেল গাজীর মেয়ে ফাতেমা আক্তার (৮)। মিরাজুল সিরাজগঞ্জ জেলায় কারারক্ষী হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
নৌপুলিশ ও শিবচর থানা পুলিশ জানায়, গতকাল রোববার সন্ধ্যায় ২৪ জন যাত্রী নিয়ে শামীম মাদবরের মালিকানাধীন একটি স্পিডবোট শিমুলিয়া ঘাট থেকে কাঁঠালবাড়ী অভিমুখে যাত্রা করে। মাঝ নদীতে বোটটির সঙ্গে একটি ডাম্পফেরির ধাক্কা লাগলে তা পানিতে ডুবে যায়।
পরে নদীতে টহলরত সেনা কর্মকর্তারা ঘটনাস্থল থেকে ২১ যাত্রীকে উদ্ধার করলেও তিনজন নিখোঁজ থাকে। রাতে নৌপুলিশ ও শিবচর থানা পুলিশ ব্যাপক খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পায়নি। শেষমেশ আজ সকালে নদীর বিভিন্ন স্থানে তিনজনের মরদেহ পাওয়া যায়। মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা জানান, কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে স্পিডবোটডুবির ঘটনায় তিন যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। নিহতের স্বজনরা যদি আইনগত কোনো ব্যবস্থা নিতে চায়, তাহলে পুলিশ তাদের পাশে থাকবে বলে জানান ওসি।