আ.লীগ নেতার বিলবোর্ডে কাদা, বিক্ষোভ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/09/27/photo-1443370604.jpg)
শেরপুরের শ্রীবরদী উপজেলার সিংগাবরুণা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির বিলবোর্ডে কাদা দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ। ছবি : এনটিভি
শেরপুরের শ্রীবরদী উপজেলার এক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির ঈদের শুভেচ্ছা জানিয়ে লাগানো বিলবোর্ড কাদা দিয়ে বিকৃত করেছে দুর্বৃত্তরা। এর প্রতিবাদে মিছিল করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মী ও মুক্তিযোদ্ধারা।
আজ রোববার সকাল ১০টার দিকে শ্রীবরদীর কর্ণঝোড়া বাজারের তিন রাস্তার মোড়ে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
দলীয় সূত্রে জানা গেছে, আজ রোববার সকালে কে বা কারা শ্রীবরদীর সিংগাবরুণা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা রুহুল আমীনের লাগানো বিলবোর্ডে কাদা মেখে বিকৃত করে। আওয়ামী লীগ সভাপতির তরফ থেকে ঈদ শুভেচ্ছা জানিয়ে লাগানো এ বিলবোর্ডে নিজ ছবির ওপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিও ছিল।