সৌদি আরবে আগুনে পুড়ে চার বাংলাদেশি নিহত
সৌদি আরবের একটি সোফা তৈরির কারখানায় আগুনে পুড়ে চার বাংলাদেশিসহ ছয় শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোররাতে সৌদি আরবের দাম্মাম নগরীর দাল্লা সানাইয়া এলাকায় আগুন লাগার ঘটনাটি ঘটে।
সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স রিয়াদ মোহাম্মদ আইয়ুবের বরাতে বার্তা সংস্থা ইউএনবি জানায়, ভোররাতের দিকে অগ্নিকাণ্ডের ফলে এই হতাহতের ঘটনা ঘটে। নিহত অপর দুই শ্রমিক ভারত ও পাকিস্তানের নাগরিক বলে জানা গেছে।
নিহত চার বাংলাদেশি হলেন ফেনীর দাগনভূইঞার উপজেলার বদিউর রহমানের ছেলে মীর রহমান, কুমিল্লা সদর উপজেলার আবুল কালামের ছেলে আবু মুসা, কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার আবুল কালামের ছেলে জিয়াউর রহমান, চাঁদপুরের সদর উপজেলার লোকমান মোল্লার ছেলে আবু মোল্লা।
চার্জ দ্য অ্যাফেয়ার্স আইয়ুব জানান, নিহতদের মরদেহ দেশে আনার প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।