নির্বাচনের দাবি তুলে পরিস্থিতি ঘোলাটে করবেন না
তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের চমৎকার অগ্রগতি সাধন করেছে। একদিকে আন্তর্জাতিক মহল এই উন্নয়নের অগ্রগতিকে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রশংসা করছেন, অন্যদিকে হঠাৎ তড়িঘড়ি করে খালেদা জিয়া নির্বাচন দাবি করছেন। তথ্যমন্ত্রী আরো বলেন, ‘নির্বাচন সময়মতোই হবে, এ নিয়ে পরিস্থিতি ঘোলাটে করার কোনো অবকাশ নেই।’
আজ রোববার বেলা ১১টায় কুষ্টিয়া সার্কিট হাউসে জাসদের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে হাসানুল হক ইনু এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে ২১ আগস্টের খুনি ও জঙ্গিবাদীদের আর কখনো সংবিধান, রাজনীতি এবং নির্বাচন নিয়ে নাড়াচাড়া করতে দেওয়া যাবে না।’ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, ‘নির্বাচনের দাবি তুলে পরিস্থিতি ঘোলাটে করবেন না, ২১ আগস্ট আর মানুষ পুড়িয়ে হত্যা এবং জঙ্গিবাদীদের পৃষ্ঠপোষকতার জন্য বিচারের সম্মুখীন হওয়ার প্রস্তুতি গ্রহণ করুন।’
তথ্যমন্ত্রী বলেন, ‘কূটনীতিকরা নয়, আমরা দেশবাসীই জাতীয় রাজনীতির সিদ্ধান্ত নেব।’
এ সময় কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুজিবুল ফেরদৌস, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, যুগ্ম সম্পাদক জিল্লুর রহমানসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।