‘বাংলাদেশি হাজিদের পরিচয় জানতে কষ্ট হচ্ছে’
ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ডা. বোরহান উদ্দিন জানিয়েছেন, মিনায় হতাহতের ঘটনায় সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মক্কার হজ মিশন প্রকৃত হতাহতের সংখ্যা এবং আহত ও নিহতদের পরিচয় বের করার কাজ করছে। এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী বাংলাদেশের ১০ জন হাজি নিহত হয়েছেন। এ ছাড়া পরিবার ও স্বজনদের দাবি অনুযায়ী আরো ৯৮ জন নিখোঁজ রয়েছেন।
আজ সোমবার দুপুর আড়াইটার দিকে সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের কার্যালয়ে সাংবাদিকরা দেখা করতে গেলে তিনি এ কথা বলেন।
হাজিদের পরিচয় জানাতে দেরি হওয়ার কারণ সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ডা. বোরহান উদ্দিন বলেন, বাংলাদেশের হাজিরা সৌদি আরবে পৌঁছার পর পরই হজ এজেন্সিগুলো তাঁদের পাসপোর্ট নিয়ে যায়। হাজিদের হাতে একটি বেল্ট পরিয়ে দেওয়া হয়, যেখানে নাম-পরিচয় থাকে। সাধারণত কিছুদিন পর যাওয়া-আসার পথ বুঝে গেলে অনেক হাজি হাতের বেল্টটিও খুলে ফেলেন। হাতবেল্ট ও পাসপোর্ট না থাকায় বাংলাদেশি হাজিদের পরিচয় জানতে কষ্ট হচ্ছে।