ঝিনাইদহ-২ পুনরুদ্ধার করতে চান বিএনপির মজিদ
ঝিনাইদহ-২ (সদর ও হরিণাকুণ্ডু) আসনে ধানের শীষের প্রার্থী হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ঝিনাইদহ পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস (ছোট মজিদ)। এবারের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০০৮ সালে হারানো আসনটি পুনরুদ্ধার করতে চান মজিদ।
১৯৯১ সালের পঞ্চম জাতীয় নির্বাচন থেকে ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত এ আসনটি ছিল বিএনপির দখলে। ২০০৮ সালে চলে যায় আওয়ামী লীগের হাতে। সবশেষ ২০১৪ সালে জয় পান স্বতন্ত্র প্রার্থী। এ অবস্থায় আসন্ন নির্বাচনে নির্বাচনে আসনটি নিজেদের করতে চায় বড় দুই দলই।
আব্দুল মজিদ স্কুলজীবনে ছাত্রদলের রাজনীতিতে যোগ দেন। তিনি ১৯৮৮ ও ১৯৯৩ সালে পরপর দুইবার জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০০১ সাল থেকে এ পর্যন্ত তিনি ঝিনাইদহ পৌর বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ঝিনাইদহ ও হরিণাকুণ্ডুতে দীর্ঘদিন ধরে সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতাসহ অংশগ্রহণ করে আসছেন তিনি। এ ছাড়া গত ১০ বছরে সরকারের বিভিন্ন নির্যাতন, হামলা, মামলায় নেতাকর্মীদের পাশে থেকেছেন মজিদ।
ঝিনাইদহ সদর-হরিণাকুণ্ডু আসনে বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী এই নেতা বলেন, ‘দলের কেন্দ্রীয় নীতিনির্ধারকরা যদি আমাকে প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার সুযোগ দেন তাহলে আমি এ আসন পুনরুদ্ধার করতে পারব এবং দলীয় মনোনয়ন পেলে বিজয়ী হয়ে আসনটি দেশনেত্রী খালেদা জিয়ার হাতে তুলে দিতে পারব ইনশা আল্লাহ।’
গত মঙ্গলবার ঝিনাইদহ সদর ও হরিনাকুণ্ডু এলাকার বিপুল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে ঢাকার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন মজিদ। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সহসভাপতি হুমায়ূন কবির, ঝিনাইদহ জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহম্মেদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমান মানিকসহ অনেকে।