আ. লীগ নয়, ঐক্যফ্রন্ট থেকে নির্বাচন করতে চান রেজা কিবরিয়া
সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা প্রয়াত শাহ এ এম এস কিবরিয়ার ছেলে অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে নির্বাচন করতে চান।
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে গণফোরামের হয়ে সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান ড. রেজা কিবরিয়া। তবে তিনি এখনো মনোনয়ন ফরম কিনেছেন কি না, তা নিশ্চিত করে বলেননি।
রেজা কিবরিয়ার বাবা আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী ও গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। তবু কেন গণফোরাম বা জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচন করতে চাচ্ছেন জানতে চাইলে রেজা কিবরিয়া এনটিভিকে বলেন, ‘আমার বলতে কোনো দ্বিধা নেই, মূলত তিনটা কারণে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। এক নম্বর হলো, আওয়ামী লীগ যেভাবে গত ১০ বছর দেশ পরিচালনা করেছে, আমার মতের সঙ্গে এটার মিল নেই। আমার নীতির সঙ্গে এগুলো মেলে না, অনেক কিছু ভুলভাবে করা হয়েছে।’
‘দুই নম্বর হলো, আমার বাবাকে ২০০৫ সালের ২৭ জানুয়ারিতে হত্যা করা হয়, দুই বছর বিএনপি ক্ষমতায় ছিল, তারা কিছু করল না। আচ্ছা, তারা পারল না বা করল না। এরপর দুই বছর যে মেরুদণ্ডহীন প্রধান উপদেষ্টার যে তত্ত্বাবধায়ক সরকার ছিল, তারাও করল না। সেটাও ঠিক আছে। কিন্তু তারপর প্রায় ১০ বছর পার হয়ে গেল, আমার বাবা যে পার্টির জন্য জীবন দিলেন সেই পার্টি ক্ষমতায় থেকেও হত্যার তদন্ত হয়নি বা করেনি। আমার প্রশ্ন হচ্ছে, তাদের কি তদন্ত করার ক্ষমতা নাই নাকি ইচ্ছা নাই? যে কারণে আমি তাদের সঙ্গে থাকতে পারি না। যারা আমার বাবার হত্যার তদন্তে সহযোগিতা করেনি, তাদের সঙ্গে আমি কেন থাকব?’
‘তিন নম্বর হচ্ছে, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আমার বাবা ও বর্তমান যিনি প্রধানমন্ত্রী এক সময় যেভাবে লড়াই করেছিলেন, কী কারণে এখন সেই পার্টি এর বিরুদ্ধে চলে গেল। আমি এতে বিস্মিত, আমি এটা বুঝতে পারছি না, কেন করছে? তবে কোনো ভালো কারণে এটা করছে না।’
রেজা কিবরিয়া বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের দাবিটা মেনে নিতে এখন কেন তাদের সমস্যা হচ্ছে? সংবিধানের কথা বলবেন না। জাতীয় সংসদে যাদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, তারা যা খুশি সংবিধান পরিবর্তন করতে পারে।’
মনোনয়ন ফরম কিনেছেন কি না জিজ্ঞেস করা হলে রেজা কিবরিয়া বলেন, ‘সেসব পরের বিষয়, কাগজপত্র পরে দেখা যাবে। আমার পার্টিপ্রধান (গণফোরামের সভাপতি) ড. কামাল হোসেন যেভাবে চাইবেন আমি সেভাবেই ওগুলো করব। আমি গণফোরাম থেকে জাতীয় ঐক্যফ্রন্টের হয়ে ড. কামাল হোসেনের নেতৃত্বে নির্বাচন করতে চাই।’
এদিকে ড. রেজা কিবরিয়া বার্তা সংস্থা ইউএনবিকে বলেন, ‘এ আসন থেকে নির্বাচন করা আমার বাবার (শাহ এ এম এস কিবরিয়া) ইচ্ছে ছিল। আমি এবার তাঁর ইচ্ছা পূরণ করতে চাই। তা ছাড়া যুগ যুগ ধরে অবহেলিত আমার নিজ এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে চাই। হবিগঞ্জ-১ আসন থেকে আমার নির্বাচন করার ইচ্ছে ছিল। কারণ এটি আমার নিজ এলাকা। বাবা-দাদার ভিটেমাটি এখানে।’
কাল রোববার আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানিয়ে দেবেন বলে জানান রেজা কিবরিয়া।
ড. রেজা কিবরিয়ার ঘনিষ্ট আত্মীয় ও শাহ এ এম এস কিবরিয়ার প্রতিষ্ঠিত সাপ্তাহিক মৃদুভাষণ পত্রিকার নির্বাহী সম্পাদক সাহাব উদ্দিন শুভ জানান, ড. রেজা কিবরিয়ার নির্বাচন করার সিদ্ধান্ত অনেকটাই চূড়ান্ত। তিনি গণফোরাম থেকে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে লড়বেন।
নবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেফু ইউএনবিকে বলেন, ‘আমরা এখনো বিষয়টি নিশ্চিত নই। তবে ঢাকায় কেন্দ্রীয় নেতাদের সাথে যোগযোগ করছি।’
তবে গত কয়েক বছর ধরেই আলোচনা চলছিল ড. রেজা কিবরিয়া হবিগঞ্জ থেকে নির্বাচন করতে যাচ্ছেন। তবে কোন দল বা জোট থেকে তিনি প্রার্থী হতে যাচ্ছেন তা স্পষ্ট ছিল না। এবার তিনি গণফোরামের হয়ে নির্বাচন করলে জাতীয় ঐক্যফ্রন্টের জোটগত প্রতীক হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করতে হতে পারে।
প্রয়াত শাহ এ এম এস কিবরিয়া নিজ এলাকা হবিগঞ্জ-১ আসনের পরিবর্তে হবিগঞ্জ-৩ (সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ) আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে হবিগঞ্জ-১ আসনের সাংসদ হলেন জাতীয় পার্টির এম এ মুনীম চৌধুরী। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ হন তিনি।