স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, শিগগিরই রহস্য উদঘাটন হবে
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, গুলশানে ইতালীয় নাগরিক চেসারে তাভেলা হত্যাকাণ্ডের তদন্ত সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করা হচ্ছে। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। শিগগিরই এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন হবে এবং প্রকৃত অপরাধীরা ধরা পড়বে।
urgentPhoto
আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিককের কাছে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
গুলশানে ইতালির নাগরিক হত্যাকাণ্ডে মধ্যপ্রাচ্যভিত্তিক আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) দায় স্বীকার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এর আগেও এমন হত্যাকাণ্ডের পর বিভিন্ন জঙ্গি সংগঠন দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে। এই হত্যাকাণ্ডের পর আইএসের দাবিও একই রকম। আইএসের এমন দাবির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ইতালির নাগরিক হত্যাকাণ্ডের ঘটনা অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরের ওপর কোনো প্রভাব ফেলবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে অস্ট্রেলিয়া দলের আসা-না আসার কোনো সম্পর্ক নেই। এর আগেই অস্ট্রেলিয়ার প্রতিনিধিদলের সঙ্গে কথা হয়েছে এবং তাদের দলকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার অঙ্গীকার করা হয়েছে।
গুলশানে হত্যাকাণ্ডের ঘটনার পর কূটনৈতিকপাড়ায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি আরো জানান, আইএস বা জঙ্গি কোনো গোষ্ঠীর কার্যকলাপ বাংলাদেশে নেই।