কপোতাক্ষ নদে নৌকাবাইচ
সাতক্ষীরার কপোতাক্ষ নদে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী নৌকাবাইচ। ঈদ উপলক্ষে আজ মঙ্গলবার তালা উপজেলার আচিমতলায় এ নৌকাবাইচ দেখতে দর্শকদের ভিড়ে উপচে পড়েছিল নদীর দুই কূল। নারী-পুরুষ নির্বিশেষে আবালবৃদ্ধবনিতা নৌকাবাইচ আনন্দ উপভোগ করে। স্থানীয় ঈদ উদযাপন কমিটি এর আয়োজন করে।
প্রতিযোগিতায় ছয়টি দল অংশ নেয়। তাদের মধ্যে খুলনার পাইকগাছা উপজেলার টেংরামারী গ্রামের রিয়ার দল প্রথম স্থান অধিকার করে। দ্বিতীয় স্থান লাভ করে দাকোপ উপজেলার আল্লাহর দান দল।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম।