ডোমারে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
নীলফামারীর ডোমার উপজেলায় পুকুরে ডুবে এক মেয়েশিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার পশ্চিম বোড়াগাড়ী উত্তরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরে জান্নাত মেঘলা (৩) ওই গ্রামের মিজানুর রহমানের মেয়ে।
বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী জানান, শিশুটি দুপুরে বাড়ির পাশে খেলা করছিল। একপর্যায়ে সবার অগোচরে সে পাশের পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে মেঘলার মৃতদেহ ভেসে ওঠে।