গাজীপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার ৭
গাজীপুরে নাশকতার পরিকল্পনায় জড়িত সন্দেহে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা বিএনপির নেতা-কর্মী। তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় জানা যায়নি।
জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) পরিদর্শক মোমিনুল ইসলাম বলেন, পুলিশ অভিযান চালিয়ে জয়দেবপুর থানা এলাকা থেকে পাঁচ, কালিয়াকৈর থানা এলাকায় এক ও শ্রীপুর থানা এলাকা থেকে বিএনপির একজন কর্মীকে গ্রেপ্তার করেছে।