কুমিল্লায় সাবেক ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা
কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাতে কুমিল্লা নগরীর সদর দক্ষিণ এলাকার সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের সামবখশী এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত পৌনে ১০টার দিকে সামবখশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে অজ্ঞাত মোটরসাইকেল আরোহীরা দেলোয়ার হোসেনকে গুলি করে পালিয়ে যায়। গুলির শব্দ পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসকরা দেলোয়ারকে মৃত ঘোষণা করেন। তাঁর মাথায় গুলি করে হত্যা করা হয়েছে।
কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ মো. নূরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। পুলিশ হত্যাকারীদের আটক করতে মাঠে কাজ করছে।
নিহত দেলোয়ার হোসেন ২৬ নম্বর ওয়ার্ডের সামবখশী এলাকার মৃত আবু মহসিনের ছেলে।
এদিকে, দেলোয়ারকে হত্যার খবর পেয়ে রাতেই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান কুমিল্লা-৬ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার। তাঁকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন দেলোয়ারের বড় ভাই।