বঙ্গোপসাগরে যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া বুধবার থেকে
যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সঙ্গে বাংলাদেশ নৌবাহিনীর পাঁচদিনব্যাপী যৌথ মহড়া বঙ্গোপসাগরে শুরু হতে যাচ্ছে কাল বুধবার থেকে।
আজ মঙ্গলবার ঢাকায় নৌবাহিনীর সদর দপ্তরে আয়োজিত মহড়ার উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে মহড়াটির মাধ্যমে সমুদ্রসীমা নিরাপত্তা সহযোগিতা বাড়বে। পাঁচ দিনব্যাপী ওই মহড়ায় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ তাদের বেশ কয়েকটি যুদ্ধ জাহাজ ব্যবহার করবে।
মহড়ার উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে মহড়ার মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী সদস্যদের পেশাগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি দুই দেশের নৌবাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র বৃদ্ধি পাবে।
মহড়ার উদ্বোধনী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর রিয়াল অ্যাডমিরাল চার্লস উইলিয়ামস সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এর আগে তিনি নৌসদরে নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।