গাছে ঝুলে ছিল শিক্ষকের লাশ
নাটোরের সিংড়া উপজেলায় আমগাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আবুল কালাম আজাদ নামের প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ইটালী গ্রাম থেকে আবুল কালামের মরদেহ উদ্ধার করা হয়। তিনি স্থানীয় খোলাবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, গতকাল বুধবার রাতে নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি আবুল কালাম। পরে আজ সকালে গ্রামের জয় বাংলা ক্লাবের পাশে একটি আমগাছে ঝুলন্ত অবস্থায় কালামের লাশ দেখতে পান এলাকাবাসী। এ সময় পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।