রংপুরে মদপানে মৃতের সংখ্যা বেড়ে সাত
রংপুরের তাজহাট বিহারিপাড়ায় চোলাই মদপানে মৃতের সংখ্যা বেড়ে সাতজন হয়েছে। গতকাল মঙ্গলবার ও আজ বুধবার তাঁদের মৃত্যু হয়।
মদপানে মৃত ব্যক্তিরা হলেন—মনু, গফুর, নাছিম, আজমেরী, আবদুল মজিদ, ফসিলাল ও আবদুল আজিজ। তাঁরা বিহারিপাড়ার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার রাতে নগরীর তাজহাট বিহারিপাড়ায় স্থানীয়ভাবে তৈরি চোলাই মদপান করে অসুস্থ হন কয়েকজন। তাঁদের মধ্যে ঘটনাস্থলে মৃত্যু হয় চারজনের। হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় একজনের। চিকিৎসাধীন অবস্থায় আজ ভোররাতে দুজন রংপুর মেডিকেলে মারা যান।
এদিকে, মদপানে সাতজনের মৃত্যুর ঘটনায় আজ দুপুরে স্থানীয় লোকজন নগরীতে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলকারীরা জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশ করে। তাঁদের সঙ্গে যোগ দেয় বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)। সমাবেশ থেকে অবিলম্বে রংপুরকে মাদক ও নেশামুক্ত করার দাবি জানানো হয়।
এদিকে, হতাহতের ঘটনায় মৃত মনুর ভাই আমিন বাদী হয়ে গতকাল রাতে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় এ ঘটনায় ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ওই ঘটনায় কর্তব্যে অবহেলার অভিযোগে মাহিগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আজিজুর রহমান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) হাসান মিয়াকে প্রত্যাহার করা হয়েছে। পুলিশ ফাঁড়িসংলগ্ন এলাকায় বিষাক্ত মদসেবন বন্ধ করতে না পারায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, হত্যা মামলায় ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া পুলিশ অভিযান চালিয়ে ২৩ মাদকসেবীকে গ্রেপ্তার করেছে।