চট্টগ্রামে সুতার গুদামে আগুন, পুড়ল পূরবী সিনেমা হলও
চট্টগ্রাম মহানগরের চাক্তাই এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি সুতার গুদাম থেকে এই আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে পড়লে পাশের পূরবী সিনেমা হলও পুড়ে যায়। আগুন লেগে যায় কয়েকটি দোকানেও।
আজ শুক্রবার বিকেল ৪টার দিকে চাক্তাই এলাকার পাথরঘাটার একটি সুতার গুদামে ওই আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের ১৬টি গাড়ি প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ আনে।
চট্টগ্রামের চাক্তাই এলাকায় একটি সুতার গুদামে আগুন লেগে ছড়িয়ে পড়ে পাশের পূরবী সিনেমা হলে। ছবি : স্টার মেইল
আগ্রাবাদ ফায়ায় স্টেশনের উপসহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, চাক্তাই এলাকাটি ঘিঞ্জি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। এছাড়া ঘটনাস্থলের আশেপাশে পানির কোনো উৎস না থাকায় অগ্নি নির্বাপনে বেগ পেতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের।
ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখ না করলেও প্রায় কোটি টাকার মতো ক্ষতি হয়েছে বলে জসিম উদ্দিন মনে করেন।