পুলিশ দেখে পালাতে গিয়ে বাসের ধাক্কায় দুজন নিহত
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/12/03/photo-1543841606.jpg)
নোয়াখালীর সেনবাগ উপজেলার তিনপুকুরিয়া এলাকায় চৌমুহনী-ফেনী সড়কে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন অটোরিকশার যাত্রী আলেয়া বেগম (৩২) ও চালক মো. ইসমাইল (৩৫)। এ ছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।
আহত ব্যক্তিরা হলেন নিহত আলেয়ার স্বামী আলাউদ্দিন (৪০) ও তাঁদের মেয়ে মিম (৪)। বাকি দুইজনের নাম জানা যায়নি। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পরে অটোরিকশাটি উদ্ধার করে পুলিশ। কিন্তু যাত্রীবাহী বাসটি পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।
তবে স্থানীয়রা জানায়, ঘটনাস্থলের পাশেই একটি তল্লাশি চৌকি আছে। সেখানকার পুলিশ অটোরিকশাটিকে থামানোর চেষ্টা করে। কিন্তু পুলিশ দেখেই অটোরিকশার চালক পালানোর চেষ্টা করেন। তখন পেছন থেকে পুলিশ ধাওয়া করে। অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগামী একটি বাসের সঙ্গে ধাক্কা খায়। এতে হতাহতের ঘটনা ঘটে।
তবে ওই তল্লাশি চৌকির এক কনস্টেবল জানান, সিএনজিচালিত অটোরিকশাটি পুলিশের তল্লাশি চৌকি দেখে পালানোর চেষ্টা করে। কিন্তু তারা অটোরিকশাটি থামতে বলেননি। তারা তখনও অনেক দূরে ছিলেন।